আমাদের অফিস
জাহাজ বিল্ডিং, পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড, রামপুরা, ঢাকা-১২১২
ইমেইল
ta@ta.com
ফোন করুন
আপডেট নোটিশঃ 1 ) সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে সফটওয়্যার আমদানি বন্ধ করার দাবি ** 2 ) অদম্য মেধাবী কৃষ্ণার ইচ্ছাশক্তির কাছে দারিদ্র্যের পরাজয় ** 3 ) দাবা খেলো, বুদ্ধিমান হও ** 4 ) স্বাগতম আমাদের ওয়েব পোর্টালে **
আমাদের সম্পর্কে

আমি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল মান্নান ভূঁইয়া, এসইউপি (অব.) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষাকোরে কমিশন লাভ করি। দীর্ঘ ২৯ (ঊনত্রিশ) বছরের সামরিক জীবনে আমি বিকেএসপি, একাডেমিক কাউন্সেলর মিলিটারি কলিজিয়েট স্কুল, ক্যাডেট কলেজ কাউন্সিলের সদস্য এবং সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি।

বিস্তারিত জানুন
বাণী

সভাপতি ও সাধারণ সম্পাদকের বাণী

সভাপতির বাণী

ভারতের উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত চালু হচ্ছে বিলাসবহুল নৌবিহার। নৌবিহারের যাত্রাপথে পড়বে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ। বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে। পথে পড়বে মোট ২৭টি নদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শুক্রবার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোদি। সেদিন তিনি ওই নৌবিহার চালুর ঘোষণাও দেন। মোদি বলেন, ‘এটি বিশ্বের একটি অনন্য নৌবিহার হবে। একই সঙ্গে ভারতে উঠতির দিকে থাকা নৌবিহার পর্যটনকে সামনে আনবে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অনুরোধ করব এর সুবিধা নেওয়ার জন্য।’

 

 

সাধারণ সম্পাদকের বাণী

ভারতের উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত চালু হচ্ছে বিলাসবহুল নৌবিহার। নৌবিহারের যাত্রাপথে পড়বে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ। বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে। পথে পড়বে মোট ২৭টি নদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শুক্রবার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোদি। সেদিন তিনি ওই নৌবিহার চালুর ঘোষণাও দেন। মোদি বলেন, ‘এটি বিশ্বের একটি অনন্য নৌবিহার হবে। একই সঙ্গে ভারতে উঠতির দিকে থাকা নৌবিহার পর্যটনকে সামনে আনবে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অনুরোধ করব এর সুবিধা নেওয়ার জন্য।’

Teachers

Meet Our Teachers

Jhon Doe

Web Designer

Jhon Doe

Web Designer

Jhon Doe

Web Designer

Jhon Doe

Web Designer

Testimonial

What Say Our Students

Our Blog

Latest From Our Blog

আমাদের সাথে যুক্ত থাকুন

জাহাজ বিল্ডিং, পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড, রামপুরা, ঢাকা-১২১২

ta@ta.com

© Domain Name. All Rights Reserved. Design & Developed By One Point IT Solutions BD